কুষ্টিয়ার দৌলতপুরে করোনায় আক্রান্ত হয়েছেন আরো এক ঢাকা ফেরত দম্পতি। শুক্রবার ওই দম্পতি ঢাকা থেকে দৌলতপুরে নিজ বাড়িতে আসার পর করোনা নমুনা সংগ্রহ করা হলে তাদের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।
রবিবার রাতে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজগর আলী দৌলতপুর থানা পুলিশকে সাথে নিয়ে ওই দম্পতির বাড়ি লকডাউন করেন।
করোনায় আক্রান্তরা হলেন উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের ঝাউদিয়া বাজার এলাকার কাউছার আজম (৩০) ও তার স্ত্রী সোনিয়া আজম (২৪)।
দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজগর আলী জানান, ঢাকা থেকে কাউছার আজম ও তার স্ত্রী সোনিয়া আজম শুক্রবার দৌলতপুরের ঝাউদিয়া বাজার এলাকায় নিজ বাড়িতে আসেন। তাদের করোনা নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া ল্যাবে পাঠানো হলে গতকাল সন্ধ্যায় তাদের করোনা পজেটিভ সনাক্ত হওয়ার খবর আসে। খবর পেয়ে রাতেই তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। তবে তারা এ বিষয়ে সচেতন রয়েছেন এবং প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
এছাড়াও কয়েকদিন আগে ফিলিপনগর বাহিরমাদী এলাকার তাজু নামে এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে বাড়িতে লকডাউন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















