করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জামালপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি জোট সরকারের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবির তালুকদার।
গত ১০ মে রবিবার দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। তার ছোট ভাই ফরিদুল কবীর তালুকদার শামীম জানিয়েছেন, তিনি জ্বরে আক্রান্ত হলে গত ৫ মে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে গত ১০ মে দুপুর ২ টায় তিনি মারা যান।
আনোয়ারুল কবিরের চাচাতো ভাই জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের রোগতত্ত্ব বিভাগের প্রধান ডাঃ মো. ঘাবিবুল্লাহ তালুকদার জানান, আনোয়ারুল কবির তালুকদার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন।
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ভাতিজা আনোয়ারুল কবির তালুকদার। ২০০১ সালে বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জোট সরকারের প্রথমদিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন। পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ২০০৬ সালে ২৬ অক্টোবর তিনি বিএনপি থেকে পদত্যাগ করে আনোয়ারুল কবীর তালুকদার যোগ দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি)।
দলীয় মতভেদের কারণে ২০০৯ সালে ৫ জানুয়ারী লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে পদত্যাগ করেন। তার মৃত্যুতে সরিষাবাড়িতে শোকেরছায়া নেমে আসে। তার মৃত্যুতে আতœার মাগফেরাত কামনা ও তার শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, জেলা তাঁতী দলের আহবায়ক মোঃ আনিসুর রহমান লুলু, সরিষাবাড়ি উপজেলা যুদলের যুগ্ন আহবায়ক শহীদ ভিপি, মোঃ রুহুল আমিন সেলিম। আজ সকালে জানাজা সম্পন্ন করে বনানী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















