মুন্সীগঞ্জে নতুন করে আরও ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯২ জনে।
মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৮২ জনের নমুনা পরীক্ষা করে আজ সকালে ২০ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে জেলা সদরে সর্বোচ্চ ১৩ জনের নতুন করে করোনা শনাক্ত হয়। এছাড়া, গজারিয়ায় ছয়জন ও লৌহজং উপজেলায় একজনের নতুন করে আক্রান্ত হন।
প্রসঙ্গত, এ পর্যন্ত জেলা সদরে সর্বমোট ১৩০ জন, সিরাজদীখানে ৫১ জন, শ্রীনগরে ৩৭ জন, লৌহজংয়ে ৩৩ জন, টঙ্গীবাড়িতে ১৪ জন ও গজারিয়া উপজেলায় ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















