০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তাসহ ১৭ জন করোনা মুক্ত

নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তাসহ পরিবারের ১৭ জন সদস্য করোনা মুক্ত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ।

তিনি জানান, ১২ মে তাদের দ্বিতীয়বারের পরীক্ষায় ১৭ জনের নেগেটিভ ও একজনের পজিটিভ রিপোর্ট আসে। এর আগে গত ২৮ এপ্রিল ওই স্বাস্থ্য কর্মকর্তার পরিবারের ১৮ জন সদস্যের করোনা শনাক্ত হয়। তার ভাই প্রথমে করোনায় আক্রান্ত হলে পরে পরিবার অন্যান্য সদস্যরা সংক্রমিত হন। সে সময় পরিবারে একমাত্র স্বাস্থ্য কর্মকর্তাই করোনা মুক্ত ছিলেন। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ পরিবারর সদস্যরা নিজ বাড়িতেই আইসোলশনে ছিলেন।

গত ৫ মে থেকে ১২ মে পর্যন্ত ধাপে ধাপে এ পরিবারের আক্রান্তদের করোনা পরীক্ষা করা হলে ১৭ জনের করোনা নেগেটিভ রিপোর্ট আসে। আর একজনের পজেটিভ রিপোর্ট আসলেও তিনি সুস্থ আছেন বলে সিভিল সার্জন নিশ্চিত হয়েছেন।

এ ব্যাপারে ওই স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছন, তাদের পরিবারের সবাই সুস্থ আছেন। তার ভাই বর্তমানে সম্পূর্ণ সুস্থ। পরপর দুই বার ফলোআপ রিপোর্টে তাদের করোনা নেগেটিভ এসেছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

 

 

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তাসহ ১৭ জন করোনা মুক্ত

প্রকাশিত : ১০:৪১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০

নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তাসহ পরিবারের ১৭ জন সদস্য করোনা মুক্ত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ।

তিনি জানান, ১২ মে তাদের দ্বিতীয়বারের পরীক্ষায় ১৭ জনের নেগেটিভ ও একজনের পজিটিভ রিপোর্ট আসে। এর আগে গত ২৮ এপ্রিল ওই স্বাস্থ্য কর্মকর্তার পরিবারের ১৮ জন সদস্যের করোনা শনাক্ত হয়। তার ভাই প্রথমে করোনায় আক্রান্ত হলে পরে পরিবার অন্যান্য সদস্যরা সংক্রমিত হন। সে সময় পরিবারে একমাত্র স্বাস্থ্য কর্মকর্তাই করোনা মুক্ত ছিলেন। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ পরিবারর সদস্যরা নিজ বাড়িতেই আইসোলশনে ছিলেন।

গত ৫ মে থেকে ১২ মে পর্যন্ত ধাপে ধাপে এ পরিবারের আক্রান্তদের করোনা পরীক্ষা করা হলে ১৭ জনের করোনা নেগেটিভ রিপোর্ট আসে। আর একজনের পজেটিভ রিপোর্ট আসলেও তিনি সুস্থ আছেন বলে সিভিল সার্জন নিশ্চিত হয়েছেন।

এ ব্যাপারে ওই স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছন, তাদের পরিবারের সবাই সুস্থ আছেন। তার ভাই বর্তমানে সম্পূর্ণ সুস্থ। পরপর দুই বার ফলোআপ রিপোর্টে তাদের করোনা নেগেটিভ এসেছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ