গাজীপুরের কাশিমপুরে অবস্থিত শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে কোভিট-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কার্যক্রম চালু করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নমুনা সংগ্রহের কাজ করা হয় বলে হাসপাতালের মেডিকেল সার্ভিসের পরিচালক ডা. রাজিব হাসান জানিয়েছেন।
ডা. রাজিব হাসান বলেন, নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে পাঠানো হচ্ছে। তারা ফলাফল সিভিল সার্জন অফিসে ও যাদের নমুনা পরীক্ষা করা হচ্ছে তাদের জানিয়ে দিচ্ছেন।
ডা. রাজিব আরো বলেন, প্রতিদিন ১০০ জনের নমুনা নিচ্ছেন তারা। এখানকার বিভিন্ন কলকারখানার কর্মকর্তা-কর্মচারীসহ সবার জন্যই এই সেবা উন্মুক্ত।
“অনেক কারখানার কর্মকর্তা-কর্মচারী যারা প্রতিষ্ঠানে যোগ দিতে চাচ্ছেন কিন্তু কোভিড-১৯ পরীক্ষা করা প্রয়োজন এমন মানুষেরও নমুনা নেওয়া হচ্ছে। এছাড়া অনেক কারখানা কর্তৃপক্ষও তাদের লোকজনের নমুনা পরীক্ষার জন্য পাঠাচ্ছে। আমরা লক্ষণ-উপসর্গ দেখে তার নমুনা নিচ্ছি।”
পরীক্ষা সুযোগ বাড়াতে আরটি পিসিআর গবেষণাগার তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন ডা. রাজিব হাসান। তাহলে কিছুদিন পর নিজেদের গবেষণাগারেই কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করতে পারবেন।
“আমরা চেষ্টা করছি দ্রুতই এটি স্থাপন করার। ল্যাব চালু করতে পারলে মানুষকে আরেকটু সহায়তা করা যাবে।”
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















