পঞ্চগড়ে নতুন করে ৩৬ বছর বয়সী আরো এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তির বাড়ি পঞ্চগড় সদর উপজেলায়। জেলায় এ নিয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত জন।
বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগ জানান, করোনা সন্দেহে ওই ব্যক্তির শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে বৃহস্পতিবার তার নমুনার রিপোর্ট পজেটিভ আসে।
সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত মোট ৭০৯ জনের নমুনা পরীক্ষায় ৬৬৯ জনের ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে একজন পুলিশ সদস্যসহ ১৫ জনের শরীরে করোনা পজিটিভি এসেছে। সাত জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকী আটজন সেল্ফ আইসোলেশনে রয়েছেন। সবাই শারীরিক ভাবে সুস্থও রয়েছে। আমরা তাদের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছি।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















