০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

বাগেরহাটে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ২

বাগেরহাটের মোরেলগঞ্জে বিবাদমান একটি জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আট জন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মোড়েলগঞ্জ উপজেলার সোনাখালী বিল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— আমবাড়িয়া গ্রামের শাজাহান শেখের ছেলে পলাশ শেখ (৩২) ও পাতাবাড়িয়া গ্রামের তোরাব আলী শেখের ছেলে ইব্রাহিম শেখ (৩৮)।
আহতদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক দুই জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ থানার ওসি রাসেদুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকার পরিস্থিতি পলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

বাগেরহাটে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ২

প্রকাশিত : ০২:৪৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭

বাগেরহাটের মোরেলগঞ্জে বিবাদমান একটি জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আট জন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মোড়েলগঞ্জ উপজেলার সোনাখালী বিল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— আমবাড়িয়া গ্রামের শাজাহান শেখের ছেলে পলাশ শেখ (৩২) ও পাতাবাড়িয়া গ্রামের তোরাব আলী শেখের ছেলে ইব্রাহিম শেখ (৩৮)।
আহতদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক দুই জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ থানার ওসি রাসেদুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকার পরিস্থিতি পলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’