১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন রসিক নির্বাচন তার প্রমান: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয় হলেও গণতন্ত্রের জয় হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন।

এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না বিএনপির এমন অভিযোগও মিথ্যা প্রমাণ হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া সুগার মিলের ২০১৭-১৮ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, বর্তমান সরকার গুম-খুনে বিশ্বাস করে না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ৭৫ সালের পরে এ দেশে গুম খুনের রাজনীতি শুরু করেছিলেন। তার ধারাবাহিকতা বজায় রেখেছিল তার দল বিএনপি।

উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলামসহ মিলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন রসিক নির্বাচন তার প্রমান: হানিফ

প্রকাশিত : ০৩:৩৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয় হলেও গণতন্ত্রের জয় হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন।

এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না বিএনপির এমন অভিযোগও মিথ্যা প্রমাণ হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া সুগার মিলের ২০১৭-১৮ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, বর্তমান সরকার গুম-খুনে বিশ্বাস করে না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ৭৫ সালের পরে এ দেশে গুম খুনের রাজনীতি শুরু করেছিলেন। তার ধারাবাহিকতা বজায় রেখেছিল তার দল বিএনপি।

উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলামসহ মিলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।