ঘোড়াঘাটে একদিনে আরো ৭জন করোনা রোগী শনাক্ত, সুস্থ ৪জন
দিনাজপুরের ঘোড়াঘাটে নতুন করে আরো ৭জন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৮ জনে। তার মধ্যে সুস্থ হয়েছে ৪ জন।
আজ শনিবার সন্ধায় ঢাকা থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস।
নতুন করে করোনা শনাক্ত রোগীরা হলো, উপজেলার হরিপাড়া গ্রামের নওশাদ মিয়ার ছেলে রিপন বাবু (২৬), জাভেদ আলীর জামাই শাহিনুর ইসলাম (২৭), পশ্চিম পালশা গ্রামের আফজাল হোসেনের ছেলে মুশফিক রহমান (১৮), রফিকুল মিয়ার ছেলে রিপন মিয়া (২৪), আবু হানিফের মেয়ে মরিয়ম আক্তার (১৯), আলতাব হোসেনের ছেলে সুমন মিয়া (৩৪) এবং বলগাড়ী গ্রামের মৃত পেয়ার মিয়ার স্ত্রী সালেহা বেগম (৫০)।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহম্মেদ বলেন, নতুন করে শনাক্ত হওয়া সকলে ঢাকা ফেরত। তবে তাদের ভিতর করোনা ভাইরাসের কোন লক্ষণ নেই। কিন্তু তাদের নমুনা সংগ্রহ করে পরিক্ষা করলে রেজাল্ট পজেটিভ আসে। এই উপজেলায় প্রথম করোনা আক্রান্ত ৪ জন এখন সুস্থ।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















