বাগেরহাটে আরও দু’জনের করোনা শনাক্ত হয়েছে। বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রনবিজয়পুর গ্রামে ঢাকা ফেরৎ গার্মেন্টস কর্মী এক নারীর (৩৫) এবং শরণখোলায় ঢাকা থেকে আসা পোশাক ব্যবসায়ী এক ব্যক্তির (৬৫) করোনা শনাক্ত হয়েছে। শনিবার সন্ধ্যায় তাদের করোনা রিপোর্ট পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। এরপর রাত ৮ টার দিকে উভয় এলাকায় শনাক্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করা হয়েছে।
বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকসী জানান, রনবিজয়পুর গ্রামের ওই নারীর রিপোর্ট সন্ধ্যায় করোনা পজেটিভ পাওয়া যায়। এরপর তিনিসহ সদর উপজেলার ইউএনও তানজিল্লুর রহমান, ওসি মাহতাব উদ্দিন ও ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু তার বাড়িতে যান। পরিবারকে মানসিকভাবে আশ্বস্থ করেন এবং তার চিকিৎসার বিষয়ে সার্বিক পরামর্শ দেন। পরিবারটিকে প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেওয়া হয়। আশপাশের বাড়ি লক ডাউন এবং আক্রান্ত নারীর সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হয়েছে।
আপরদিকে, শরণখোলায় এক পোষাক ব্যবসায়ীর করোনা শনাক্ত হয়েছে। ঈদের মালামাল কিনতে তিনি ঢাকায় গিয়েছিলেন শনিবার সন্ধ্যায় করোনা পজিটিভ রিপোর্ট আসার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। রাত ৮টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ব্যবসায়ীর বাড়ি-সহ আশপাশের বাড়ি লকডাউন করা হয়েছে। ওই ব্যবসায়ীর নমুন সংগ্রহকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. এসএম ফয়সাল আহমেদ সেচ্ছায় হোমকোয়ারেন্টিনে গেছন।
প্রসঙ্গত: এনিয়ে বাগেরহাটে ৪ উপজেলায় ৬ জন করোনা শনাক্ত হলেন। তবে এদের সকলেই দৃশ্যত: সুস্থ আছেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















