খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় প্রথম ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
সোমবার (১৮ ই মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন নুপুর কান্তি দাশ।
রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিনাত রেহেনা বলেন, করোনা আক্রান্ত ব্যক্তি রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট কংকন দেওয়ান। তার বাড়ি খাগড়াছড়ির পানখাইয়া পাড়ায়।গত ১৫ ই মে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়। ১৮ই মে রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।পূর্বে থেকেই তার সাইনোসেটিসের সমস্যা ছিল।
তাকে এখন আইসোলেশনে রাখা হয়েছে। তার সংস্পর্শে থাকা হাসপাতালের দুজন স্টাফ জুয়েল পাল (ল্যাব টেকনেশিয়ান)ও সোনা রতন ত্রিপুরা ( ড্রাইভার) কে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।
রামগড় উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব কান্তি রুদ্র বলেন, আক্রান্ত ব্যক্তির বাসভবনটি লকডাউন ঘোষনা করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথের ফার্মেসী ছাড়া অন্য সব দোকান লক ডাউন করা হয়েছে। তার সংস্পর্শে হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফরা সংক্রমিত হয়েছে কিনা তা পরীক্ষার জন্য সেম্পল পাঠানো হবে।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















