০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

চার দিনের রিমান্ডে আমিনুর

বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ৩টা ৫০ মিনিটে ঢাকা মহানগর হাকিম ১৫ নম্বর আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস এ আদেশ দেন। আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রকিবুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে আমিনুর রহমানের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান জোনাল টিমের পরিদর্শক মো. জেহাদ হোসেন। বেলা ৩টা ১০ মিনিটে আসামি পক্ষের আইনজীবী মো. আব্দুল রউফ রিমান্ড শুনানি করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে গত ২৭ আগস্ট তার নিজ কার্যালয় থেকে অজ্ঞাতনামা লোকজন উঠিয়ে নিয়ে যায়। তারপর ওই দিনই আমরা পল্টন থানায় একটি জিডি করি। জিডি নম্বর ২৩/৮০।’

তিনি আরও বলেন, ‘তিন বছর আগের পুরাতন নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এজাহারে তার কোনও নাম নেই এবং রিমান্ড চাওয়ার কোনও যৌক্তিকতাও নেই।’

উল্লেখ্য, প্রায় চার মাস (১১৭ দিন) নিখোঁজ থাকার পর কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে গ্রেফতার করেছে পুলিশ।
রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

চার দিনের রিমান্ডে আমিনুর

প্রকাশিত : ০৫:২২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ৩টা ৫০ মিনিটে ঢাকা মহানগর হাকিম ১৫ নম্বর আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস এ আদেশ দেন। আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রকিবুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে আমিনুর রহমানের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান জোনাল টিমের পরিদর্শক মো. জেহাদ হোসেন। বেলা ৩টা ১০ মিনিটে আসামি পক্ষের আইনজীবী মো. আব্দুল রউফ রিমান্ড শুনানি করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে গত ২৭ আগস্ট তার নিজ কার্যালয় থেকে অজ্ঞাতনামা লোকজন উঠিয়ে নিয়ে যায়। তারপর ওই দিনই আমরা পল্টন থানায় একটি জিডি করি। জিডি নম্বর ২৩/৮০।’

তিনি আরও বলেন, ‘তিন বছর আগের পুরাতন নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এজাহারে তার কোনও নাম নেই এবং রিমান্ড চাওয়ার কোনও যৌক্তিকতাও নেই।’

উল্লেখ্য, প্রায় চার মাস (১১৭ দিন) নিখোঁজ থাকার পর কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে গ্রেফতার করেছে পুলিশ।
রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।