উত্তম আকাশ পরিচালিত শাকিব খান ও মীম অভিনীত ‘আমি নেতা হবো’ চলচ্চিত্রটি সেন্সরে জমা পড়েছে। গত বৃহস্পতিবার ছবিটি সেন্সরে জমা পড়েছে।
সেন্সর সচিব জালাল উদ্দিন মুন্সি জানান, সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে ছবিটির সেন্সর ছাড়পত্র দেয়া হবে।
ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। ছবিতে শাকিব খান ও মীম ছাড়াও আরো অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, কাজী হায়াত।
গত ৩১ জুলাই আফতাবনগরে এই ছবির শুটিং শুরু হয়। এরপর চাঁদপুর, এফডিসিসহ বিভিন্ন লোকেশনের এর শুটিং হয়। ছবির শুটিং শেষ হলেও ছবির দুটি গান বাকি রয়েছে। আগামী মাসে দুই গানের শুটিং হবে।

























