দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালেন সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।
বুধবার (২০ মে) দিন ব্যাপী ৯টি পৌর ওয়ার্ডে ১ হাজার পরিবারের হাতে খাগড়াছড়ি জেলার সাংসদ শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কর্মহীন সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন।
এ প্রসঙ্গে আবদুল কাদের বলেন,সরকারের আহ্বানে সাড়া দিয়ে তিনি কর্মহীনদের পাশে দাড়িয়েছেন বলে জানান।
এসময় রামগড় পৌরসভার ৯টি ওয়ার্ডে ১ হাজার পরিবারের নারী-পুরুষের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
স্থানীয় সাংসদ ঈদ উপহার বিতরণ কালে বর্তমানে করোনার প্রাদুর্ভাবে সংকটের কথা উল্লেখ করে বলেন, এ সংকট একটি অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে লড়ছে দেশের সম্মুখ যোদ্ধারা। প্রতিদিন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী-সেনাবা হিনী,পুলিশ,আনসার-সাংবাদিক সহ সেচ্ছাসেবীরা আক্রান্ত হচ্ছেন। তাঁদের পরিবার-স্বজনরাও প্রচন্ড দুশ্চিন্তায় আছেন। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা জীবনের মায়াকে তুচ্ছজ্ঞান করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তাই একজন রাজনীতিক-জনপ্রতিনিধি এবং জনগনের সেবক হিসেবে ঘরে বসে থাকার সুযোগ নেই।
তিনি আরো বলেন করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চললে নিজে সুস্থ থাকার পাশাপাশি পরিবার ও সকলকে নিরাপদ রাখা সম্ভব।
এসময় ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য মংশেপ্রু চৌধুরী অপু, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, ইউএনও আ,ন,ম বদরুদ্দোজা, উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা হোসেন- সাধারন সম্পাদক কাজী আলমগীর, জেলা উপজেলার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ


























