বিশ্বব্যাপী চলমান মহামারী করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে নিজ বিভাগের অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং(এফপিই) বিভাগ।
করোনা সংকটে ঈদ আনন্দ ভাগাভাগি করত বিভাগের শিক্ষক শিক্ষিকাবৃন্দের সমন্বয়ে ফান্ড তৈরীর মাধ্যমে আজকে বিভাগের ১৫জন অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে তারা। এ নিয়ে ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগের চেয়ারম্যান এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ড. মারুফ আহমেদ জানান ” এ ধরনের ক্রান্তি কালে এফপিই বিভাগের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দদের এভাবে মানবতায় এগিয়ে আসার জন্য সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে আরো এমন সংকটপন্ন অবস্থায় সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান করছি।”
এ বিষয়ে আরো কথা হলে ফুড সাইন্স এন্ড নিউট্রিশন বিভাগের সহকারী অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সিহাবুল আউয়াল বলেন” সবাই যেন সুস্থ থাকে এবং করোনার এই কঠিন মুহূর্তে সাধারণ শিক্ষার্থীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগির জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
আরো এ নিয়ে কথা হয় ফুড সায়েন্স এন্ড নিউট্রিশন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেহাতুন নুর বলেন ” করোনা থেকে সবাই যেন মুক্তি পায় এবং পড়াশোনা স্বাভাবিক পরিবেশ দ্রুত ফিরে আসে একামনায় করি।”
এছাড়াও তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। উল্লেখ ফুড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর বর্তমান সভাপতি ইমরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আপন সাজ্জিদ সকল শিক্ষক মন্ডলীকে এবং ফুড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের এর যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে ধন্যবাদ জানান।
বিজনেস বাংলাদেশ / আতিক


























