রাজধানীর রায়েরবাগ থেকে পোশাক শ্রমিকদের কারখানায় নিয়ে যাওয়ার সময় চিটাগাং রোডে শ্রমিক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ২৫ নারী শ্রমিক আহত হন। রবিবার সকাল ৬টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা জানান, রাজধানীর রায়েরবাগ থেকে বাসটি নারী পোশাক শ্রমিকদের নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ইপিজেড এলাকায় যাচ্ছিলো। চিটাগাং রোডে পৌঁছে মোড় নেওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এতে ২৫ শ্রমিক আহত হন।বাসের মধ্যে প্রায় ৫০ জন নারী শ্রমিক ছিলেন।
আহতদের মধ্যে পারুল, শাহনাজ, সায়লা, হেনা, লাইজুসহ ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
























