মাগুরায় শালিখায় করোনা সনাক্ত হওয়ার ১৫ দিন পর আত্নগোপনে থাকা এক ব্যাক্তির সন্ধান পেয়েছে শালিখা থানা পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় শালিখা উপজেলার আড়পাড়া গ্রামে তার ভাড়া বাড়িতে তাকেসহ পরিবারের৮ সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর লকডাউন করা হয়েছে ওই বাড়িটি।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, আক্রান্ত ব্যাক্তি ঢাকাতে একটি ঔষধ কম্পানিতে চাকুরি করত। সে গত ৮ তারিখে ঢাকাতে নমুনা পরিক্ষার পর তার শরীরে করোনা পজেটিভ আসে। সেখান থেকে সে পালিয়ে যশোর চলে আসে। এরপার ১৮ তারিখে যশোর থেকে নমুনা পরিক্ষা করে মাগুরার আড়পাড়া ভাড়া বাড়িতে পালিয়ে আসে। এরপর ২২ তারিখে যশোর থেকে প্রাপ্ত নমুনা পরিক্ষার আবারো তার শরীরে করোনা পজেটিভ আসে। আজ শনিবার শালিখা থানা পুলিশ মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আড়পাড়ার একটি ভাড়া বাড়িতে তার সন্ধান পায়।এখন তাকেসহ ওই বাড়ির ৮ সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তির বাড়ি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় লাড়ি খালি গ্রামে।
বিজনেস বাংলাদেশ/ইমরান






















