পাকিস্তানের সিন্ধু প্রদেশে দু’টি যাত্রীবাহী বাসের সাথে একটি সুজুকি ভ্যানের সংঘর্ষে একই পরিবারের ১০ জনের মৃত্যু হয়েছে। এসময় আরো কয়েকজন আহত হন। রবিবার সকালে প্রদেশের সান শহরের কাছে সিন্ধু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সিন্ধু নদী ঘেঁষে চার লেনের এ মহাসড়কটি সংযুক্ত করেছে দক্ষিণাঞ্চলের করাচি ও উত্তরাঞ্চলের পেশোয়ারকে। এই মহাসড়কেই সংযুক্ত দেরা গাজী খান।
স্থানীয় সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসএসপি) ইরফান বাহাদুর সংবাদমাধ্যমকে জানান, মহাসড়কে দ্রুতগতিতে চলন্ত দু’টি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সুজুকি ভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে পাঁচ শিশু, এক যুবক ও চারজন নারী ঘটনাস্থলেই মারা যায়। এসময় আহত হয় অনেকে।
পুলিশ সূত্রে জানায়, দুর্ঘটনার পরপরই উভয় বাসের চালক পালিয়ে গেছে। তবে তাদের পাকড়াও করতে অভিযান চালাচ্ছে পুলিশ।























