টাঙ্গাইলে নতুন করে আরও ২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে নাগরপুর উপজেলায় চারজন, মধুপুর উপজেলায় চারজন , মির্জাপুর উপজেলায় ছয়জন, কালিহাতী উপজেলায় দুইজন ও ধনবাড়ি উপজেলায় ছয়জন রয়েছেন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাড়ালো ১৩১ জনে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ নতুন করে আরো ২২জনসহ টাঙ্গাইলে শনাক্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৩১জনে। এদের মধ্যে ১০৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও ২২ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে ভূঞাপুরে ছয়জন, নাগরপুরে চারজন, মির্জাপুর দুইজন, মধুপুর একজন, সদর উপজেলায় একজন, সখিপুরে ছয়জন ও গোপালপুর দুই রয়েছেন।
জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন চারজন। এর মধ্যে ঘাটাইল উপজেলায় দুইজন, মির্জাপুর উপজেলায় একজন ও ধনবাড়ী উপজেলায় একজন রয়েছেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান






















