রাজধানীর শ্যামপুরের বিসিক এলাকার লাকী টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ভোররাত ৪টা ৩০ মিনিটের দিকে আমাদের কাছে শ্যামপুরের লাকী টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের খবর আসে। পোস্তাগোলা, সদরঘাট ও আশেপাশের এলাকা থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করে।
সোমবার সকাল ৯টায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসতে সক্ষম হয়। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সেটা এখনো জানা যায়নি। তবে এখনো ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
এ ঘটনায় কেউ হতাহত হননি। অগ্নিকাণ্ডের পর কারখানায় থাকা ৩০ থেকে ৪০ জন ছাদে উঠে আটকা পড়েন। পরে তাদের উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
























