১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

২ জুন সীমিত আকারে খুলবে বশেমুরবিপ্রবি

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পরে ২ জুন থেকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) সীমিত আকারে খোলার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনা প্রতিপালনের জন্য ২ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম ফ্যাকাল্টি, বিভাগ এবং দপ্তর প্রধানের তত্ত্বাবধানে সীমিত আকারে পরিচালিত হবে।

এজন্য ফ্যাকাল্টি, বিভাগ এবং দপ্তর প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

তবে ক্লাস, পরীক্ষা এবং শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়া এসময়ে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে গত ১৮ মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয়টির সকল কার্যক্রম বন্ধ করে শিক্ষার্থীদের হল ত্যাগের নোটিশ দেয়া হয়েছিলো।

পরে সরকারি সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে দফায় দফায় এ ছুটি বৃদ্ধি করে ১ জুন পর্যন্ত বর্ধিত করা হয়।

 

বিজনেস বাংলাদেশ / আতিক

জনপ্রিয়

গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮

২ জুন সীমিত আকারে খুলবে বশেমুরবিপ্রবি

প্রকাশিত : ০২:৩১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পরে ২ জুন থেকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) সীমিত আকারে খোলার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনা প্রতিপালনের জন্য ২ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম ফ্যাকাল্টি, বিভাগ এবং দপ্তর প্রধানের তত্ত্বাবধানে সীমিত আকারে পরিচালিত হবে।

এজন্য ফ্যাকাল্টি, বিভাগ এবং দপ্তর প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

তবে ক্লাস, পরীক্ষা এবং শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়া এসময়ে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে গত ১৮ মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয়টির সকল কার্যক্রম বন্ধ করে শিক্ষার্থীদের হল ত্যাগের নোটিশ দেয়া হয়েছিলো।

পরে সরকারি সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে দফায় দফায় এ ছুটি বৃদ্ধি করে ১ জুন পর্যন্ত বর্ধিত করা হয়।

 

বিজনেস বাংলাদেশ / আতিক