চলচ্চিত্রের ক্রান্তিকালে সিনেমার হাল ধরেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। এখন পর্যন্ত সর্বাধিক ছবিতে জুটি বেঁধেছেন তারা। এই জুটির মুক্তিপ্রাপ্ত ৭৩টি ছবির মধ্যে সিংহভাগই ব্যবসা সফল। সে কারণে শাকিব-অপুকে বিশেষ সম্মাননা দিতে যাচ্ছে বাংলাদেশ ফিল্ম ক্লাব। সংগঠনটি ২০ বছর পূর্তি উপলক্ষে চলচ্চিত্রে অবদানের জন্য বিভিন্ন বিভাগ অনুযায়ী গুনীজনদের সম্মাননা প্রদান করা হবে।
আগামীকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এফডিসির আট নম্বর ফ্লোরে শাকিব-অপুকে বিশেষ সম্মাননা দেয়া হবে। এ খবর জানিয়েছেন ফিল্ম ক্লাবে মেম্বর ইনচার্জ আবদুল্লাহ জেয়াদ। তিনি বলেন, ‘শাকিব-অপু দু’জনকেই সম্মাননা গ্রহণের জন্য জানানো হয়েছে। তবে তারা আসবেন কিনা সেটি জানা নেই।’
ফিল্ম ক্লাবের দুই দশক পূর্তিতে আরও যাদের সম্মাননা দেয়া হচ্ছে তারা হলেন- নায়করাজ রাজ্জাক (মরণোত্তর), চিত্রপরিচালক আজিজুর রহমান, আমজাদ হোসেন, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সংগীত পরিচালক আলাউদ্দিন আলী, চলচ্চিত্র প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান, অভিনেত্রী ববিতা, নায়ক আলমগীর, কণ্ঠশিল্পী রুনা লায়লা, খুরশীদ আলম, শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক, নায়ক ফারুক, নায়ক-প্রযোজক মাসুদ পারভেজ (সোহেল রানা), আশরাফ উদ্দিন আহম্মেদ উজ্জ্বল, চিত্রপরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ও চলচ্চিত্র গ্রাহক মাহফুজুর রহমান খান।
এ ছাড়া বিশেষ সম্মাননা দেয়া হবে চিত্রনায়ক ডি এ তায়েবকে। ঐতিহ্যবাহী সিনেমা হল লায়ন, প্রথম স্যাটালাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা, সর্বাধিক চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম লি. এবং উইজার্ড মিডিয়া ডিরেক্টরিও চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা পাবে।
ফিল্ম ক্লাবের বর্তমান কমিটির সদস্যরাও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০ বছর পূর্তিতে এ পর্যন্ত ৭ জন প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন তাদেরকেও দেয়া হচ্ছে বিশেষ সম্মাননা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

























