নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ্যাড শহীদ হাসান সিদ্দিকী স্বপনের পিতা বাচারী গ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ হবিবর রহমান গতকাল রাতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে নওগাঁ জেলা আওয়ামীলীগের বর্তমান উপ দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বকুল ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক বক্তারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড শহীদ হাসান সিদ্দিকী স্বপন; এই দুই পুত্র সন্তান, নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি অবসর জীবন থেকে নওগাঁ শহরের বিহারী কলোনির বাসায় বসবাস করে আসছিল।
পারিবারিক সূত্র জানায় তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি, নওগাঁর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস.এম আজাদ হোসেন মুরাদ মরহুমের বিদেহী
আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।