০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

সিলেটে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

সিলেটে দক্ষিণ সুরমায় কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টায় সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের অনুসারী ও সাধারণ শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, গত ঈদের আগে থেকে কল্যাণ তহবিলের অর্থ নিয়ে সেলিম আহমদ ফলিকের সঙ্গে সাধারণ শ্রমিকদের দ্বন্দ্ব চলছিল। শ্রমিকরা কল্যাণ তহবিলের অর্থ করোনায় কর্মহীনদের মধ্যে বিতরণের অনুরোধ করলে সেলিম আহমদ ফলিক তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এর প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১টার দিকে সাধারণ শ্রমিকরা পুরাতন রেলস্টেশন সংলগ্ন বাবনা পয়েন্টে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ের সামনে সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে বিক্ষোভ করেন।

পরে তারা মিছিল নিয়ে দক্ষিণ সুরমায় কেন্দ্রীয় বাস টার্মিনালের এনা কাউন্টারের সামনে আসতেই সেলিম আহমদ ফলিকের অনুসারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ২০ শ্রমিক আহত হন। এছাড়া এনা পরিবহনের কাউন্টার ও কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ও র‌্যাব-৯ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

সাধারণ শ্রমিকদের নেতা মিলাদ আহমদ রিয়াদ জানান, শ্রমিকদের কল্যাণ তহবিলে প্রায় আড়াই কোটি টাকা থাকার কথা। কিন্তু সেলিম আহমদ ফলিক মাত্র ৪১ লাখ টাকার হিসাব দিয়েছেন। বাকি ২ কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি।

এ বিষয়ে জানতে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, সংঘর্ষ থামাতে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এছাড়া র‌্যাব ৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। গাড়িও ভাঙচুর করা হয়েছে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমদ জানান, দক্ষিণ সুরমায় সংঘর্ষের ঘটনায় ৮-১০ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এসএম

জনপ্রিয়

হবিগঞ্জ-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সৈয়দ মোঃ ফয়সল

সিলেটে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রকাশিত : ০৭:১৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০

সিলেটে দক্ষিণ সুরমায় কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টায় সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের অনুসারী ও সাধারণ শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, গত ঈদের আগে থেকে কল্যাণ তহবিলের অর্থ নিয়ে সেলিম আহমদ ফলিকের সঙ্গে সাধারণ শ্রমিকদের দ্বন্দ্ব চলছিল। শ্রমিকরা কল্যাণ তহবিলের অর্থ করোনায় কর্মহীনদের মধ্যে বিতরণের অনুরোধ করলে সেলিম আহমদ ফলিক তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এর প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১টার দিকে সাধারণ শ্রমিকরা পুরাতন রেলস্টেশন সংলগ্ন বাবনা পয়েন্টে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ের সামনে সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে বিক্ষোভ করেন।

পরে তারা মিছিল নিয়ে দক্ষিণ সুরমায় কেন্দ্রীয় বাস টার্মিনালের এনা কাউন্টারের সামনে আসতেই সেলিম আহমদ ফলিকের অনুসারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ২০ শ্রমিক আহত হন। এছাড়া এনা পরিবহনের কাউন্টার ও কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ও র‌্যাব-৯ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

সাধারণ শ্রমিকদের নেতা মিলাদ আহমদ রিয়াদ জানান, শ্রমিকদের কল্যাণ তহবিলে প্রায় আড়াই কোটি টাকা থাকার কথা। কিন্তু সেলিম আহমদ ফলিক মাত্র ৪১ লাখ টাকার হিসাব দিয়েছেন। বাকি ২ কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি।

এ বিষয়ে জানতে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, সংঘর্ষ থামাতে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এছাড়া র‌্যাব ৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। গাড়িও ভাঙচুর করা হয়েছে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমদ জানান, দক্ষিণ সুরমায় সংঘর্ষের ঘটনায় ৮-১০ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এসএম