পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও বলিউড অভিনেত্রী জেরিন খান বিয়ে করছেন বলে গুঞ্জন রটেছে।
সম্প্রতি শারজাহয় অনুষ্ঠিত টুর্নামেন্টে পাখতুনে খেলেছেন আফ্রিদি। সে দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন জেরিন। সেখানেই পরিচয় তাদের। অনেকটা সময়ই থাকতে হয়েছে কাছাকাছি। অনেক অনুষ্ঠানেও তাদের একসাথে দেখা গেছে। আর সেখান থেকেই শুরু তাদের বিয়ে গুঞ্জন।
টুর্নামেন্ট চলাকালে আফ্রিদির দুই কন্যার সাথে প্রায়ই দেখা যেত জেরিনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের সাথে ছবি প্রকাশ করেছেন জেরিন নিজেই। আফ্রিদির সাথেও ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। আর তারই পথ ধরে প্রচার হয়েছে একের পর এক মিথ্যা খবর। অনেকে দাবি করছেন, জেরিন খানকে বিয়ে করতে যাচ্ছেন আফ্রিদি।
তবে আর মুখ বন্ধ রাখতে পারলেন না জেরিন। কিছুটা ক্ষোভ প্রকাশ করেই টুইট করে লিখেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন পোস্টে আমার সঙ্গে শহীদ আফ্রিদির সম্পর্ক নিয়ে লেখা হচ্ছে। পুরো ঘটনা স্পষ্ট করে বলছি, শহীদ একজন সংসারী মানুষ এবং একজন সম্পূর্ণ ভদ্রলোক। এরকম রটনায় কোন ভাবেই কান দেবেন না।’

























