পঞ্চগড় সদর উপজেলায় গভীর রাতে ঘুমন্ত অবস্থায় গোলাম রব্বানী (২৪) নামের এক যুবকের উপর বিস্ফোরক হামলা করেছে দুর্বৃত্তরা। এতে ওই যুবকের ডান হাতের বেশ কিছু অংশ ঝলছে যায়। একই সাথে ঘরের বিছানা ও মশারী পুড়ে যায়। বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার অমরখানা ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকায় এঘটনা ঘটে। রব্বানী ওই এলাকার আবুল খায়ের এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বিস্ফোরকের বিকট শব্দ আর রব্বানীর আর্তনাতে লোকজন ছুটে যায় তার ঘরে। পরে তারা বিছানা ও মশারীতে আগুন দেখতে পেয়ে পরিস্থিতি সামাল দেয়। এসময় বিস্ফোরক জাতীয় পদার্থের কিছু আলামতও পায় তারা। তবে সবার ধারণা দুর্বৃত্তরা হয়তো ঘরের জানালা দিয়ে বিস্ফোরকটি নিক্ষেপ করে। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় বলেন, বিষয়টি অবগত হয়েছি তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
বিজনেস বাংলাদেশ/ইমরান