আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সম্পর্কে কুষ্টিয়ার কুমারখালীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শিরিনা আখতার বানু, উপজেলা শিা কর্মকর্তা সিরাজুম মনিরা, উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা নাজমুল হক প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে জনগণের আশা আকাঙ্খা প্রত্যাশা পূরণ ও সংস্কারের লক্ষ্যে হ্যাঁ /না গণভোট অনুষ্ঠিত হবে। সকল শ্রেণি-পেশার মানুষ যেন ভোটে অংশগ্রহণ করেন সেই ল্েয আপনারা ব্যাপক প্রচার-প্রচারণা ও মানুষকে সচেতন করবেন। এই গণভোটের মাধ্যমেই মানুষ দেশে সংস্কার প্রত্য ও পরোভাবে অংশগ্রহণ করতে পারবে। আগামী ১০০ বছরের জন্য একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য এই গণভোটের আয়োজন করা হয়েছে।
এই অবহিতকরণ সভায় কুমারখালীর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীসহ সরকারী কর্মকর্তা কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডিএস./


























