চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের ৫ জন এসআই (উপ-পরিদর্শক), ১ জন কনেস্টবলসহ ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১২ জনে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা গেছে , আজ (৫ জুন) শুক্রবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৩১ জনের নমুনা ফল পাওয়া গেছে। এর মধ্যে দর্শনা থানা পুলিশের ৫ জন এসআই , একজন কনস্টেবল ও আলমডাঙ্গা উপজেলায় ঢাকা থেকে আসা ৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের ৫ জন হোম আইসোলেশনে ও পুলিশের ৬ জন সদস্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। জেলার চারটি উপজেলায় এ পর্যন্ত ১১২ জন রোগীর শরীরে করোনা পজিটিভ হয়েছে।
এর আগে গত সপ্তাহে দর্শনা থানার ওসিসহ ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর ৫ জন এসআই ও ১ জন কনেস্টেবল করোনা পজিটিভ এসেছে।
এদিকে জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৭৭ জন। মারা গেছেন ১ জন। আর উন্নত চিকিৎসার জন্য একজনকে ঢাকায় রেফার করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ





















