০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

৫ তেল ট্যাংকার ইরানের পথে, ক্রুদের প্রশংসা করলেন সর্বোচ্চ নেতা

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৯:২১:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
  • 15

ভেনিজুয়েলায় জ্বালানি পৌঁছে দিয়ে ইরানি তেল ট্যাংকারের ক্যাপ্টেন ও ক্রুরা দেশের জন্য সম্মান ও মর্যাদা বয়ে এনেছেন বলে মন্তব্য করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

তিনি ক্যাপ্টেনসহ সব ক্রুর প্রশংসা করে বলেন, “ক্যাপ্টেন ও কর্মীসহ এই অভিযানের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক বড় কাজ করেছেন। আপনারা এই কাজের মাধ্যমে জিহাদে শামিল হয়েছেন। আপনারা ইরানি জাতিকে গর্বিত করেছেন।”

ইরান মার্কিন হুমকি উপেক্ষা করে সম্প্রতি পাঁচটি জাহাজে করে পেট্রোলসহ বিভিন্ন তেলজাত পণ্য ভেনিজুয়েলায় পাঠিয়েছে। এতে প্রায় ১৫ লাখ ৩০ হাজার ব্যারেল পণ্য ছিল। তেলসমৃদ্ধ দেশ হলেও ভেনিজুয়েলা বর্তমানে নানা সংকটের কারণে প্রচণ্ড রকমের জ্বালানির অভাবে ভুগছে।

এ অবস্থায় মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের পক্ষ থেকে পাঁচটি জাহাজে পেট্রোলসহ বিভিন্ন ধরণের জ্বালানি পাঠানো ভেনিজুয়েলার জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এজন্য আমেরিকা বিশেষভাবে ক্ষুব্ধ হলেও ভেনিজুয়েলার সরকার ও জনগণ ইরানকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।

ইরানের পক্ষ থেকে তেলবাহী ট্যাংকার পাঠানোর পর আমেরিকা এসব ট্যাংকার আটক করার হুমকি দিয়েছিল। ইরান এবং ভেনিজুয়েলা পাল্টা হুমকি দেয়ার পর আমেরিকা পিছু হটে। তেল ট্যাংকারগুলো জ্বালানি খালাস (আনলোড) করার পর এখন ইরানের পথে রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এসএম

জনপ্রিয়

দেশজুড়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলল ইরান, স্বাভাবিক তেহরান

৫ তেল ট্যাংকার ইরানের পথে, ক্রুদের প্রশংসা করলেন সর্বোচ্চ নেতা

প্রকাশিত : ০৯:২১:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০

ভেনিজুয়েলায় জ্বালানি পৌঁছে দিয়ে ইরানি তেল ট্যাংকারের ক্যাপ্টেন ও ক্রুরা দেশের জন্য সম্মান ও মর্যাদা বয়ে এনেছেন বলে মন্তব্য করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

তিনি ক্যাপ্টেনসহ সব ক্রুর প্রশংসা করে বলেন, “ক্যাপ্টেন ও কর্মীসহ এই অভিযানের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক বড় কাজ করেছেন। আপনারা এই কাজের মাধ্যমে জিহাদে শামিল হয়েছেন। আপনারা ইরানি জাতিকে গর্বিত করেছেন।”

ইরান মার্কিন হুমকি উপেক্ষা করে সম্প্রতি পাঁচটি জাহাজে করে পেট্রোলসহ বিভিন্ন তেলজাত পণ্য ভেনিজুয়েলায় পাঠিয়েছে। এতে প্রায় ১৫ লাখ ৩০ হাজার ব্যারেল পণ্য ছিল। তেলসমৃদ্ধ দেশ হলেও ভেনিজুয়েলা বর্তমানে নানা সংকটের কারণে প্রচণ্ড রকমের জ্বালানির অভাবে ভুগছে।

এ অবস্থায় মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের পক্ষ থেকে পাঁচটি জাহাজে পেট্রোলসহ বিভিন্ন ধরণের জ্বালানি পাঠানো ভেনিজুয়েলার জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এজন্য আমেরিকা বিশেষভাবে ক্ষুব্ধ হলেও ভেনিজুয়েলার সরকার ও জনগণ ইরানকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।

ইরানের পক্ষ থেকে তেলবাহী ট্যাংকার পাঠানোর পর আমেরিকা এসব ট্যাংকার আটক করার হুমকি দিয়েছিল। ইরান এবং ভেনিজুয়েলা পাল্টা হুমকি দেয়ার পর আমেরিকা পিছু হটে। তেল ট্যাংকারগুলো জ্বালানি খালাস (আনলোড) করার পর এখন ইরানের পথে রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এসএম