০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

কি থাকছে কোহলি-আনুশকার বিবাহোত্তর সংবর্ধনায়?

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রেম শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত গড়িয়েছে। গত ১১ ডিসেম্বর ইতালির এক জনপ্রিয় ডেস্টিনেশন উইডিং ভ্যালিতে বিয়ে করেন ভারতের দুই ভুবনের দুই সুপারস্টার জুটি।

সে বিয়েতে শুধু পরিবারের খুব কাছের মানুষরা উপস্থিত ছিলেন। কিন্তু সেলিব্রেটি দম্পতির বিয়ে এতোটুকুতেই চলে।

তাই দেশে ফিরে ২১ ডিসেম্বর দিল্লিতে এক জমজমাট বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করে নবদম্পতি। কিন্তু একটি রিসেপশনেই কি শেষ হয়ে যাবে ভারতের সব চেয়ে আলোচিত এ বিয়ের জৌলুশ!

আজ মঙ্গলবার মুম্বাইয়ে আরেকটি বিবাহোত্তর সংবর্ধনায় আয়োজন করেছেন বিরাট-আনুশকা জুটি। চলুন জেনে নেওয়া যাক এবার কোথায় হচ্ছে এই সংবর্ধনা, অতিথি থেকে শুরু করে কী থাকছে অনুষ্ঠানের খাবারের মেনুতে।

আমন্ত্রণ পত্র
আমন্ত্রণ পত্রটি খুবই চমকপ্রদ। দিল্লির মতো মুম্বাইয়ের আমন্ত্রণ পত্রও সোনালি ও রুপালি ফুলের থিম দিয়ে চিত্রিত।

কোথায় হচ্ছে
দিল্লির মতো মুম্বাইয়েও জাকজমক ভাবে অনুষ্ঠিত হবে এ জুটির রিসেপশন। মুম্বাইয়ের লোয়ার পার্লের সেন্ট রেজিও হোটেলের সুপ্রশস্ত এস্টর বলরুমে অনুষ্ঠিত হবে এবারকার বিবাহোত্তর সংবর্ধনা। হোটেলের নবম তলার এ বলরুমে রয়েছে ৩০০ জন অতিথির জন্য সুব্যবস্থা।

কখন
দিল্লির মতো মুম্বাইয়েও রাত ৮.৩০ মিনিটে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে।

কারা আছেন অতিথির তালিকায়
ইতালিতে দুজনের বিয়েতে ছিলেন পরিবারের গুটি কয়েক সদস্য। যারা একেবারে কাছের। কিন্তু আত্মীয়র তালিকা তো সবসময় বিশালই হয়। দুজনে দুই ভুবনের তারকা। তাই বলিউড ও ক্রিকেট জগতেও তাদের বন্ধু শুভাকাঙ্খীর সংখ্যা তো কম নয়। তাই মুম্বাইয়ে একটি জমজমাট অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। বলিউডের তারকা, সেলিব্রেটি, শিল্পপতি এবং ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা আজকের রিসেপশনে উপস্থিত থাকবেন।

কী থাকছে খাবারের মেন্যুতে
এই মুহূর্তে খেলা ও বিনোদন বিশ্বের আলোচিত দম্পতি কোহলি ও আনুশকা। তারে বিবাহোত্তর সংবর্ধনায় খাবার মেন্যু কী হতে পারে তা নিয়ে দর্শকদের কৌতুহলের কমতি নেই। জানা যাচ্ছে সব ধরনের ইন্ডিয়ান, ইউরোপিয়ান, চাইনিজ খাবারের সমারোহ থাকছে সেখানে। যেমনটা ছিল দিল্লিতেও।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

কি থাকছে কোহলি-আনুশকার বিবাহোত্তর সংবর্ধনায়?

প্রকাশিত : ০৭:০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রেম শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত গড়িয়েছে। গত ১১ ডিসেম্বর ইতালির এক জনপ্রিয় ডেস্টিনেশন উইডিং ভ্যালিতে বিয়ে করেন ভারতের দুই ভুবনের দুই সুপারস্টার জুটি।

সে বিয়েতে শুধু পরিবারের খুব কাছের মানুষরা উপস্থিত ছিলেন। কিন্তু সেলিব্রেটি দম্পতির বিয়ে এতোটুকুতেই চলে।

তাই দেশে ফিরে ২১ ডিসেম্বর দিল্লিতে এক জমজমাট বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করে নবদম্পতি। কিন্তু একটি রিসেপশনেই কি শেষ হয়ে যাবে ভারতের সব চেয়ে আলোচিত এ বিয়ের জৌলুশ!

আজ মঙ্গলবার মুম্বাইয়ে আরেকটি বিবাহোত্তর সংবর্ধনায় আয়োজন করেছেন বিরাট-আনুশকা জুটি। চলুন জেনে নেওয়া যাক এবার কোথায় হচ্ছে এই সংবর্ধনা, অতিথি থেকে শুরু করে কী থাকছে অনুষ্ঠানের খাবারের মেনুতে।

আমন্ত্রণ পত্র
আমন্ত্রণ পত্রটি খুবই চমকপ্রদ। দিল্লির মতো মুম্বাইয়ের আমন্ত্রণ পত্রও সোনালি ও রুপালি ফুলের থিম দিয়ে চিত্রিত।

কোথায় হচ্ছে
দিল্লির মতো মুম্বাইয়েও জাকজমক ভাবে অনুষ্ঠিত হবে এ জুটির রিসেপশন। মুম্বাইয়ের লোয়ার পার্লের সেন্ট রেজিও হোটেলের সুপ্রশস্ত এস্টর বলরুমে অনুষ্ঠিত হবে এবারকার বিবাহোত্তর সংবর্ধনা। হোটেলের নবম তলার এ বলরুমে রয়েছে ৩০০ জন অতিথির জন্য সুব্যবস্থা।

কখন
দিল্লির মতো মুম্বাইয়েও রাত ৮.৩০ মিনিটে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে।

কারা আছেন অতিথির তালিকায়
ইতালিতে দুজনের বিয়েতে ছিলেন পরিবারের গুটি কয়েক সদস্য। যারা একেবারে কাছের। কিন্তু আত্মীয়র তালিকা তো সবসময় বিশালই হয়। দুজনে দুই ভুবনের তারকা। তাই বলিউড ও ক্রিকেট জগতেও তাদের বন্ধু শুভাকাঙ্খীর সংখ্যা তো কম নয়। তাই মুম্বাইয়ে একটি জমজমাট অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। বলিউডের তারকা, সেলিব্রেটি, শিল্পপতি এবং ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা আজকের রিসেপশনে উপস্থিত থাকবেন।

কী থাকছে খাবারের মেন্যুতে
এই মুহূর্তে খেলা ও বিনোদন বিশ্বের আলোচিত দম্পতি কোহলি ও আনুশকা। তারে বিবাহোত্তর সংবর্ধনায় খাবার মেন্যু কী হতে পারে তা নিয়ে দর্শকদের কৌতুহলের কমতি নেই। জানা যাচ্ছে সব ধরনের ইন্ডিয়ান, ইউরোপিয়ান, চাইনিজ খাবারের সমারোহ থাকছে সেখানে। যেমনটা ছিল দিল্লিতেও।