আজ বিকেলে খাগড়াছড়ি জেলার গুইমারা বাজারে মোটরসাইকেল স্টেশন থেকে ২৫ রাউন্ড গুলিসহ আবুল হোসেন (৪৮) নামে এক ব্যাক্তিকে আটক করেছে গুইমারা থানা পুলিশ। তিনি বাইল্যাছড়ির মৃত আলী আহম্মেদের ছেলে।
জানা যায়, মঙ্গলবার গুইমারা মোটরসাইকেল স্টেশনে বই হাতে নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করেন আবুল হোসেন। বিষয়টি বাজারের দায়িত্বরত গুইমারা থানার এএসআই শাহাজালালের সন্দেহ হলে সে অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটুকে অবগত করেন। তাৎক্ষনিকভাবে ওসি সাহাদাত হোসেন টিটু এ এস আই শাহাজালালকে সাথে নিয়ে ব্যাগটি তল্লাসি করলে ২৫ রাউন্ড গুলি উদ্ধার করে।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুইমারা বাজারে হাটের দিন হওয়ার সুবাদে ব্যাপক লোকজন গুইমারা বাজারে আসে। সকল লোকের নিরাপত্তার স্বার্থে বাজারদিন আমরা পুলিশ সদস্যদের বিশেষ নজর রাখার জন্য নির্দেশ প্রদান করি।




















