০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

কোয়ারেন্টাইনে শেখ তন্ময়

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়

করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে কোয়ারেন্টাইনে আছেন বাগেরহাট-২ (কচুয়া ও বাগেরহাট সদর) আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় (শেখ তন্ময়)। ব্যক্তিগত সহকারীর দেহে করোনার সংক্রমণ শনাক্তের পর থেকে তিনি সতর্কতার জন্য কোয়ারেন্টাইনে আছেন। তবে দুদিন আগে তার সহকারীর নমুনা সংগ্রহে করোনা নেগেটিভ এসেছে।

শেখ তন্ময় বলেন, ‘আমার ব্যক্তিগত সহকারীর করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে চিকিৎসকের পরামর্শে কোয়ারেন্টাইনে আছি। নিয়ম অনুযায়ী ১৪দিন এভাবে থাকতে হচ্ছে। যেহেতেু আমার বাবা হার্টের রোগী এবং আমার দাদী বয়স্ক মানুষ, সে জন্যই আমি বাসার বাইরে মামাতো ভাইয়ের বাসায় কোয়ারেন্টাইনে আছি।’

গত বুধবার থেকে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার নতুন অর্থবছরের (২০২০-২১) প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়েছে। সংসদ সদস্য হিসেবে তিনি যোগ দেবেন কিনা, জানতে চাইলে শেখ তন্ময় বলেন, ‘এবারের বাজেটে যেহেতেু সামাজিক দূরত্ব বজায় রেখেই আসন বণ্টন করা হয়েছে। রিপোর্টের ফলাফল নেগেটিভ আসলে ২৩ জুন বাজেট অধিবেশনে যোগ দিব।’

আইসোলেশনে থাকলেও মুঠোফোনের মাধ্যমে এলাকার ত্রাণবিতরণসহ সার্বিক কার্যক্রম নজরদারি করছেন তিনি। করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে নিজ নির্বাচনী এলাকার মানুষের জন্য টেলিফোনে চিকিৎসা সেবা চালু করেন। ‘ডাক্তারের কাছে রোগী নয় রোগীর কাছে ডাক্তার’ স্লোগানে নিয়ে এই কর্মসূচি ব্যাপক জনপ্রিয় হয়। চিকিৎসকদের জন্য সেফটি চেম্বারও স্থাপন করেছেন তিনি।

এছাড়া বাগেরহাট সদর এবং কচুয়া উপজেলার এক হাজার ৭০৪ জন গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ ও পুনর্বাসনেও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে কার্যক্রম অব্যাহত রেখেছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

হবিগঞ্জ-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সৈয়দ মোঃ ফয়সল

কোয়ারেন্টাইনে শেখ তন্ময়

প্রকাশিত : ০৭:৫৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে কোয়ারেন্টাইনে আছেন বাগেরহাট-২ (কচুয়া ও বাগেরহাট সদর) আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় (শেখ তন্ময়)। ব্যক্তিগত সহকারীর দেহে করোনার সংক্রমণ শনাক্তের পর থেকে তিনি সতর্কতার জন্য কোয়ারেন্টাইনে আছেন। তবে দুদিন আগে তার সহকারীর নমুনা সংগ্রহে করোনা নেগেটিভ এসেছে।

শেখ তন্ময় বলেন, ‘আমার ব্যক্তিগত সহকারীর করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে চিকিৎসকের পরামর্শে কোয়ারেন্টাইনে আছি। নিয়ম অনুযায়ী ১৪দিন এভাবে থাকতে হচ্ছে। যেহেতেু আমার বাবা হার্টের রোগী এবং আমার দাদী বয়স্ক মানুষ, সে জন্যই আমি বাসার বাইরে মামাতো ভাইয়ের বাসায় কোয়ারেন্টাইনে আছি।’

গত বুধবার থেকে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার নতুন অর্থবছরের (২০২০-২১) প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়েছে। সংসদ সদস্য হিসেবে তিনি যোগ দেবেন কিনা, জানতে চাইলে শেখ তন্ময় বলেন, ‘এবারের বাজেটে যেহেতেু সামাজিক দূরত্ব বজায় রেখেই আসন বণ্টন করা হয়েছে। রিপোর্টের ফলাফল নেগেটিভ আসলে ২৩ জুন বাজেট অধিবেশনে যোগ দিব।’

আইসোলেশনে থাকলেও মুঠোফোনের মাধ্যমে এলাকার ত্রাণবিতরণসহ সার্বিক কার্যক্রম নজরদারি করছেন তিনি। করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে নিজ নির্বাচনী এলাকার মানুষের জন্য টেলিফোনে চিকিৎসা সেবা চালু করেন। ‘ডাক্তারের কাছে রোগী নয় রোগীর কাছে ডাক্তার’ স্লোগানে নিয়ে এই কর্মসূচি ব্যাপক জনপ্রিয় হয়। চিকিৎসকদের জন্য সেফটি চেম্বারও স্থাপন করেছেন তিনি।

এছাড়া বাগেরহাট সদর এবং কচুয়া উপজেলার এক হাজার ৭০৪ জন গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ ও পুনর্বাসনেও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে কার্যক্রম অব্যাহত রেখেছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর