রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে অভিযান চালিয়ে ৫৬ জন ছিনতাইকারীকে আটক করেছেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।
এসময় তাদের কাছ থেকে চাপাতি, ছুরি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।
ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
























