ব্রাহ্মণবাড়িয়ায় ৮ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুমন-(১৪) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সুহিলপুর ইউনিয়নের জামতলী থেকে তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের পিতা-মাতাহীন ওই শিশু তার বড় বোনের সাথে সুহিলপুর ইউনিয়নের জামতলী এলাকায় ভাড়া থাকেন। গত বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশি অটোরিকসাচালক সুমন মিয়া ওই শিশুকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এসময় শিশুটির চিৎকারে তার বোন সুমনের ঘরে ঢুকার চেষ্টা করলে সুমন পালিয়ে যায়। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন,এ ঘটনায় শিশুর বোন বাদী হয়ে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। আমরা সুমনকে গ্রেফতার করেছি। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি। শনিবার সকালে গ্রেফতারকৃত সুমনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ মে আর


























