মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় আরো ২৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ১২ জন, রাজৈরে ৭ জন ও শিবচরে ৪ জন। আক্রান্তদের মধ্যে সদরের দুই জন করোনা উপসর্গ নিয়ে গত মঙ্গল ও বুধবার মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৫ জন। আর জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯৩ জনে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন। স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২৩ জনের রিপোর্ট পজিটিভ ও বাকিদের নেগেটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে এনসিসি ব্যাংকের দুই কর্মকর্তা, এক পুলিশ সদস্য ও একজন ব্যবসায়ী রয়েছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২৯৩জন। এরমধ্যে সদর উপজেলায় ৯৬ জন, শিবচর উপজেলায় ৪৮ জন, রাজৈর উপজেলায় ৮৯ জন এবং কালকিনি উপজেলায় ৬০ জন। আক্রান্তদের মধ্যে সর্বমোট ১০৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৭৮ জন। মাদারীপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৫ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। এ পর্যন্ত জেলা থেকে ঢাকায় নমুনা প্রেরণ করা হয়েছে ৩ হাজার ৭৫৫ জনের। ফলাফল পাওয়া গেছে ৩ হাজার ২১৩ জনের।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















