০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

করোনায় আক্রান্ত পুলিশের ৮ হাজার সদস্য

করোনায় সারাদেশে এখন পর্যন্ত পুলিশের আট হাজার সদস্য আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঢাকা মহানগরেই আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর সূত্র।

বুধবার (১৭ জুন) পর্যন্ত পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী সারাদেশে আট হাজার ২০৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য রয়েছেন দুই হাজার তিন জন। সারাদেশে কোয়ারেন্টিনে আছেন আট হাজার ২৫ জন পুলিশ সদস্য। আইসোলোশনে রাখা হয়েছে তিন হাজার ৫৮ জনকে। সুস্থ হয়েছেন চার হাজার ৫৪১ জন।

এদিকে, পুলিশে কর্মরত একজন সিভিল সদস্যসহ এই পর্যন্ত মারা গেছেন ২৭ জন পুলিশ সদস্য। সর্বশেষ ১৫ জুন ঢাকা মহানগর পুলিশের দুই সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তারা হলেন, সাব ইন্সপেক্টর এস. এম. মুকুল মিয়া (৫৫)। অপরজন কনস্টেবল মো. আবুল হোসেন আজাদ (৫১)।

সাব ইন্সপেক্টর এস. এম. মুকুল মিয়া ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও থানায় কর্মরত ছিলেন। কনস্টেবল মো. আবুল হোসেন আজাদ উত্তরা বিভাগের আজমপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই আক্রান্তদের চিকিৎসা সহায়তা দিচ্ছে পুলিশ। করোনায় মৃত্যু হওয়া ব্যক্তিদের লাশ দাফনেও সক্রিয় ভূমিকা পালন করছে তারা।

বিজনেস বাংলাদেশ/ মে আর

জনপ্রিয়

ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন

করোনায় আক্রান্ত পুলিশের ৮ হাজার সদস্য

প্রকাশিত : ০৯:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০

করোনায় সারাদেশে এখন পর্যন্ত পুলিশের আট হাজার সদস্য আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঢাকা মহানগরেই আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর সূত্র।

বুধবার (১৭ জুন) পর্যন্ত পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী সারাদেশে আট হাজার ২০৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য রয়েছেন দুই হাজার তিন জন। সারাদেশে কোয়ারেন্টিনে আছেন আট হাজার ২৫ জন পুলিশ সদস্য। আইসোলোশনে রাখা হয়েছে তিন হাজার ৫৮ জনকে। সুস্থ হয়েছেন চার হাজার ৫৪১ জন।

এদিকে, পুলিশে কর্মরত একজন সিভিল সদস্যসহ এই পর্যন্ত মারা গেছেন ২৭ জন পুলিশ সদস্য। সর্বশেষ ১৫ জুন ঢাকা মহানগর পুলিশের দুই সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তারা হলেন, সাব ইন্সপেক্টর এস. এম. মুকুল মিয়া (৫৫)। অপরজন কনস্টেবল মো. আবুল হোসেন আজাদ (৫১)।

সাব ইন্সপেক্টর এস. এম. মুকুল মিয়া ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও থানায় কর্মরত ছিলেন। কনস্টেবল মো. আবুল হোসেন আজাদ উত্তরা বিভাগের আজমপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই আক্রান্তদের চিকিৎসা সহায়তা দিচ্ছে পুলিশ। করোনায় মৃত্যু হওয়া ব্যক্তিদের লাশ দাফনেও সক্রিয় ভূমিকা পালন করছে তারা।

বিজনেস বাংলাদেশ/ মে আর