০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

গাজীপুরে সেনাবাহিনীর গর্ভবতী মায়েদের জন্য চিকিৎসাসেবা 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর এরিয়া সদর দফতর সাভার এবং ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় গাজীপুরে বিনামূল্যে গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী শতাধিক গর্ভবতী নারীকে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।
এ সময় ১৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল মো. রাজিব হোসেন খান, ১১ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. ফখরুল আলম এবং মেজর মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
লে. কর্নেল মো. রাজিব হোসেন খান জানান, চিকিৎসাসেবা প্রদানকালে সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়।
এসময় গর্ভভবতী মায়েদের  নাড়ির গতি, রক্তচাপ, রক্তশূন্যতা, ওজন, ফিটাল মুভমেন্ট, অক্সিজেন সম্পৃক্ততা এবং ল্যাবে রক্তের গ্রুপ, কমপ্লিট ব্লাড কাউন্ট, কোভিড -১৯ আরটি পিসিআর পরীক্ষা, সুগার পরীক্ষা এবং ইউরিন পরীক্ষা করা হয়।
এছাড়াও তাদের প্রয়োজনীয় সহায়ক ও উপহার সামগ্রীর বক্স ম্যাক্সি, হরলিক্স এবং স্যানিটারি প্যাড বিনামূল্যে প্রদান করা হয়।
তিনি আরও জানান, এরিয়া সদর দফতর সাভার এবং ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় গত ১৩ জুন মানিকগঞ্জ ও ১৬ জুন নরসিংদীতে একই কর্মসূচির মাধ্যমে যথাক্রমে ৯০ জন ও ৮৪ জন গর্ভবতী নারীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
আগামী ২১, ২২, ২৩, ২৮, ২৯ জুন এবং ৫ জুলাই শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং ঢাকায় একই ধরনের কর্মসূচির আয়োজন করা হবে।
জনপ্রিয়

গাজীপুরে সেনাবাহিনীর গর্ভবতী মায়েদের জন্য চিকিৎসাসেবা 

প্রকাশিত : ০৬:৫৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর এরিয়া সদর দফতর সাভার এবং ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় গাজীপুরে বিনামূল্যে গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী শতাধিক গর্ভবতী নারীকে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।
এ সময় ১৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল মো. রাজিব হোসেন খান, ১১ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. ফখরুল আলম এবং মেজর মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
লে. কর্নেল মো. রাজিব হোসেন খান জানান, চিকিৎসাসেবা প্রদানকালে সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়।
এসময় গর্ভভবতী মায়েদের  নাড়ির গতি, রক্তচাপ, রক্তশূন্যতা, ওজন, ফিটাল মুভমেন্ট, অক্সিজেন সম্পৃক্ততা এবং ল্যাবে রক্তের গ্রুপ, কমপ্লিট ব্লাড কাউন্ট, কোভিড -১৯ আরটি পিসিআর পরীক্ষা, সুগার পরীক্ষা এবং ইউরিন পরীক্ষা করা হয়।
এছাড়াও তাদের প্রয়োজনীয় সহায়ক ও উপহার সামগ্রীর বক্স ম্যাক্সি, হরলিক্স এবং স্যানিটারি প্যাড বিনামূল্যে প্রদান করা হয়।
তিনি আরও জানান, এরিয়া সদর দফতর সাভার এবং ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় গত ১৩ জুন মানিকগঞ্জ ও ১৬ জুন নরসিংদীতে একই কর্মসূচির মাধ্যমে যথাক্রমে ৯০ জন ও ৮৪ জন গর্ভবতী নারীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
আগামী ২১, ২২, ২৩, ২৮, ২৯ জুন এবং ৫ জুলাই শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং ঢাকায় একই ধরনের কর্মসূচির আয়োজন করা হবে।