গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৫ জনের। একইসঙ্গে দেশে নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ হাজার ২৪৩ জনের শরীরে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন এক হাজার ৩৮৮ জন। আর করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন ১ লাখ পাঁচ হাজার ৫৩৫ জন।
শুক্রবার (১৯ জুন) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের এই বুলেটিনে তথ্যগুলো তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বিজনেস বাংলাদেশ/ এ আর
























