‘ভাইজান’ খ্যাত সালমান খানের ৫২তম জন্মদিন বলে কথা। তাই সোজা সালমান খানের ফার্ম হাউজে হাজির হন ক্যাটরিনা সেখানেই চলে রাতভর পার্টি।
তবে শুধু কি ক্যাটরিনা? সালমানের জন্মদিনের পার্টিতে হাজির হন মহেন্দ্র সিং ধোনিও।
তবে শুধু কি ক্যাটরিনা, এম এস ধোনি? সালমান খানের জন্মদিনের পার্টিতে হাজির হন তাঁর প্রাক্তন বান্ধবীরা।
সেই তালিকায় ছিলেন সঙ্গীতা বিজলানি, স্নেহা উলালও। ‘ভাইজান’-এর ফার্ম হাউজে দেখা যায় মৌনী রায়, করিশমা তান্না, আথিয়া শেঠি, আরবাজ খান, সোহেল খান, অনিল কাপুরদেরও।

























