প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার কঠিন দুর্যোগেও শিক্ষার্থীদের কথা কোনো অবস্থাতেই ভোলেননি। শিক্ষার্থীদের জীবন-মান উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। শিক্ষার্থীদের যার যা প্রয়োজন তা তাদের নিকট পৌঁছাতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের হেঁটে স্কুলে যাওয়ার কষ্ট লাঘবে সরকার তাদের বাইসাইকেল প্রদান করেছে। শিক্ষা হলো নারীদের জন্য অপরিহার্য। শিক্ষিত নারী-ই পারে সমাজের সকল অনিয়মেয় বিরুদ্ধে সোচ্চার হতে। যা আমাদের শিখিয়েছেন বেগম রোকেয়ার পর বর্তমানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীরা যখন তাদের অধিকার আদায়ের ব্যাপারে সচেতন হবে তখন আশে পাশের মানুষগুলো অন্তত নড়েচড়ে বসবে। সব মিলিয়ে শেখ হাসিনা নামের অর্থই হলো- দেশ ও দেশের মানুষের উন্নয়ন।
২১ জুন ২০২০ রবিবার বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ এর আয়োজনে ৬৫ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও নৃ-তাত্ত্বিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল উপরি-উক্ত কথাগুলো বলেন।
পরে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ এর আয়োজনে ৫৭ দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন প্রদান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ, প্রজেক্টর, ক্রীড়া সামগ্রী, দুস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করেন এমপি গোপাল। এর আগে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর এর আয়োজনে ৩৫২ জন কৃষক মাঝে বিনামূল্য সবজি বীজ ও সার এবং উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে পাটচাষিদের মাঝে রাসায়নিক সার বিতরণ করেন এমপি।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















