০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

বিশ্বজুড়ে ৮ কোটি মানুষ নিজেদের বাড়িঘর থেকে বিতাড়িত : জাতিসংঘ

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৮:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
  • 55

বিশ্বজুড়ে প্রায় ৮ কোটি নারী, শিশু ও পুরুষ জোরপূর্বক নিজেদের বাড়িঘর থেকে বিতাড়িত হয়ে শরণার্থী বা বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে। আরো বেদনাদায়ক এই যে, শুধু গত বছরেই এ ধরনের ১ কোটি মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে। আসুন বিশ্ব শরণার্থী দিবসে এই সংঘাত এবং নিপীড়নের অবসান ঘটাতে আমরা সমস্ত কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ হই, বলে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস।

শরিবার বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস এক বাণীতে এসব কথা বলেন। এন্তোনিও গুতেরেস বলেন, ‘আজ আমরা সেসকল দেশ এবং গোষ্ঠীর অবদানকেও স্বীকার করি, যারা নিজেদের অর্থনৈতিক এবং নিরাপত্তার সীমাবদ্ধতা সত্ত্বেও উদারতা ও মানবতা দেখিয়েছে। তারা আমাদের ধন্যবাদ, সমর্থন এবং বিনিয়োগ প্রাপ্তির যোগ্যতা রাখে। আমাদের সবাইকে আন্তর্জাতিক শরণার্থী সুরক্ষা ব্যবস্থাটির অখণ্ডতা পুনঃপ্রতিষ্ঠা করতে এবং বৈশ্বিক শরণার্থী ফোরামের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য একযোগে কাজ করতে হবে, যাতে শরণার্থী এবং আশ্রয়দাতা গোষ্ঠীগুলো তাদের প্রয়োজনীয় সহায়তা পায়।

তিনি আরো বলেন, ‘কোভিড-১৯ মহামারীটি এবছর শরণার্থী এবং বাস্তুচ্যুত মানুষদের জন্য একটি অতিরিক্ত হুমকি হিসেবে দেখা দিয়েছে, যারা সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। চলমান জনগোষ্ঠীর ওপর কোভিড-১৯ এর প্রভাব শীর্ষক আমার সাম্প্রতিক নীতিসংক্ষেপে আমি সরকারগুলোকে সব প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার প্রচেষ্টায় এদের অন্তর্ভুক্ত করতে আহ্বান জানিয়েছি।

শরণার্থীরা এবং বাস্তুচ্যুত মানুষেরা করোনার বিরুদ্ধে সম্মুখযোদ্ধা হিসেবেও লক্ষণীয় সাড়া প্রদান করেছে। এন্তোনিও গুতেরেস বলেন, ‘বাংলাদেশের শরণার্থী শিবির থেকে শুরু করে ইউরোপের হাসপাতালগুলোতে শরণার্থীরা নিজেদের সুরক্ষিত রেখে সেবিকা, চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক এবং অন্যান্য প্রয়োজনীয় দায়িত্ব পালন করছে এবং তাদের আশ্রয়দাতাদের প্রতিদান দিয়ে যাচ্ছে। বিশ্ব শরণার্থী দিবসে, আমরা শরণার্থীদের ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন, ‘আজ এবং প্রতিদিন, আমরা শরণার্থীদের প্রতি ঐক্য ও সংহতি প্রকাশ করি এবং যুদ্ধ ও নির্যাতন থেকে পালিয়ে আসা ব্যক্তিদের আশ্রয় প্রদানে আমাদের মৌলিক বাধ্যবাধকতাকে স্বীকার করি।

বিজনেস বাংলাদেশ/ এসএম

জনপ্রিয়

বিশ্বজুড়ে ৮ কোটি মানুষ নিজেদের বাড়িঘর থেকে বিতাড়িত : জাতিসংঘ

প্রকাশিত : ০৮:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০

বিশ্বজুড়ে প্রায় ৮ কোটি নারী, শিশু ও পুরুষ জোরপূর্বক নিজেদের বাড়িঘর থেকে বিতাড়িত হয়ে শরণার্থী বা বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে। আরো বেদনাদায়ক এই যে, শুধু গত বছরেই এ ধরনের ১ কোটি মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে। আসুন বিশ্ব শরণার্থী দিবসে এই সংঘাত এবং নিপীড়নের অবসান ঘটাতে আমরা সমস্ত কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ হই, বলে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস।

শরিবার বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস এক বাণীতে এসব কথা বলেন। এন্তোনিও গুতেরেস বলেন, ‘আজ আমরা সেসকল দেশ এবং গোষ্ঠীর অবদানকেও স্বীকার করি, যারা নিজেদের অর্থনৈতিক এবং নিরাপত্তার সীমাবদ্ধতা সত্ত্বেও উদারতা ও মানবতা দেখিয়েছে। তারা আমাদের ধন্যবাদ, সমর্থন এবং বিনিয়োগ প্রাপ্তির যোগ্যতা রাখে। আমাদের সবাইকে আন্তর্জাতিক শরণার্থী সুরক্ষা ব্যবস্থাটির অখণ্ডতা পুনঃপ্রতিষ্ঠা করতে এবং বৈশ্বিক শরণার্থী ফোরামের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য একযোগে কাজ করতে হবে, যাতে শরণার্থী এবং আশ্রয়দাতা গোষ্ঠীগুলো তাদের প্রয়োজনীয় সহায়তা পায়।

তিনি আরো বলেন, ‘কোভিড-১৯ মহামারীটি এবছর শরণার্থী এবং বাস্তুচ্যুত মানুষদের জন্য একটি অতিরিক্ত হুমকি হিসেবে দেখা দিয়েছে, যারা সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। চলমান জনগোষ্ঠীর ওপর কোভিড-১৯ এর প্রভাব শীর্ষক আমার সাম্প্রতিক নীতিসংক্ষেপে আমি সরকারগুলোকে সব প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার প্রচেষ্টায় এদের অন্তর্ভুক্ত করতে আহ্বান জানিয়েছি।

শরণার্থীরা এবং বাস্তুচ্যুত মানুষেরা করোনার বিরুদ্ধে সম্মুখযোদ্ধা হিসেবেও লক্ষণীয় সাড়া প্রদান করেছে। এন্তোনিও গুতেরেস বলেন, ‘বাংলাদেশের শরণার্থী শিবির থেকে শুরু করে ইউরোপের হাসপাতালগুলোতে শরণার্থীরা নিজেদের সুরক্ষিত রেখে সেবিকা, চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক এবং অন্যান্য প্রয়োজনীয় দায়িত্ব পালন করছে এবং তাদের আশ্রয়দাতাদের প্রতিদান দিয়ে যাচ্ছে। বিশ্ব শরণার্থী দিবসে, আমরা শরণার্থীদের ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন, ‘আজ এবং প্রতিদিন, আমরা শরণার্থীদের প্রতি ঐক্য ও সংহতি প্রকাশ করি এবং যুদ্ধ ও নির্যাতন থেকে পালিয়ে আসা ব্যক্তিদের আশ্রয় প্রদানে আমাদের মৌলিক বাধ্যবাধকতাকে স্বীকার করি।

বিজনেস বাংলাদেশ/ এসএম