০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

শব্দদূষণ রোধে নওগাঁয় মোবাইল কোর্ট, ৬ পরিবহনকে জরিমানা

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় নওগাঁ সদরের মশরপুর বাইপাস এলাকায় শব্দদূষণের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ৬টি পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত মোট ৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। পাশাপাশি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করে তা ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট চলাকালে চালক ও পরিবহন শ্রমিকদের মধ্যে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয় এবং পরিবহনের গায়ে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসাইন। জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইন বলেন, “শব্দদূষণ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

শব্দদূষণ রোধে নওগাঁয় মোবাইল কোর্ট, ৬ পরিবহনকে জরিমানা

প্রকাশিত : ০৪:২০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় নওগাঁ সদরের মশরপুর বাইপাস এলাকায় শব্দদূষণের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ৬টি পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত মোট ৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। পাশাপাশি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করে তা ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট চলাকালে চালক ও পরিবহন শ্রমিকদের মধ্যে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয় এবং পরিবহনের গায়ে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসাইন। জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইন বলেন, “শব্দদূষণ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে।

ডিএস./