অভিনেতা কল্যাণ কোরাইয়া বিয়ে করলেন যুক্তরাষ্ট্র প্রবাসী গ্রেস ভায়োলেট ডি কস্তাকে। দুই পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজনের উপস্থিতিতে বুধবার রাতে কল্যাণ ও গ্রেসের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
কল্যাণের স্ত্রী গ্রেসের জন্ম গাজীপুরের কালিগঞ্জের নাগোরী গ্রামে। রাজধানীর হলিক্রস কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করার পর বর্তমানে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের একটি ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করছেন।
কল্যাণ বলেন, গ্রেস আমার জীবনে সত্যিই আশীর্বাদ হয়ে এসেছে। তাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি ভীষণ খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সারাটি জীবন সুখে-দুঃখে একসঙ্গে কাটিয়ে দিতে পারি। আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই গ্রেসের ভাই ব্লেজকে।

গ্রেস বলেন, কল্যাণ আমার জীবনের কল্যাণ হয়েই এসেছে। এমন ভালো মনের একজন মানুষই আমি আমার জীবনে চেয়েছিলাম।
কল্যাণ জানান, আগামী জানুয়ারির শেষ সপ্তাহে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মিডিয়া সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। আর এর পরপরই গ্রেস চলে যাবেন মেরিল্যান্ডে।
এদিকে কল্যাণ অভিনয় নিয়ে ব্যস্ত আছেন। বর্তমানে তিনি মোহন খানের ‘নীড় খোঁজে গাংচিল’, রহমতুল্লাহ তুহিনের ‘যখন কখনো’, ‘নিউইয়র্ক থেকে বলছি’, বিইউ শুভর ‘লাইফ ইন এ মেট্রো’সহ আরো বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন।

























