০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

পরিচালক সমিতিতে অনন্য মামুনের সদস্যপদ স্থগিত

মানব পাচারের অভিযোগে বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক সমিতি অনন্য মামুনের সদস্যপদ আপাতত স্থগিত করেছে। সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তার বিরুদ্ধে আদম পাচারের যে অভিযোগ সেটার বিপরীতে এটা আমাদের প্রথম পদক্ষেপ। আমরা পুরো বিষয়টার সত্যতা জেনে শিগগিরই কঠোর সিদ্ধান্তে যাবো। অভিযোগের সত্যতা পেলে তার সদস্যপদ নিশ্চিত বাতিল করা হবে।’

গুলজারের কাছে পাল্টা প্রশ্ন ছিল আগেও তো প্রতারণার অভিযোগে তার সদস্যপদ বাতিল করা হয়েছিল। ফের তিনি সদস্য হলেন। এবারও কি তাই হচ্ছে?

জবাবে পরিচালকদের নির্বাচিত এই সভাপতি বলেন, ‘আসলে গেলবার বাতিল করার পর সে অনেক অঙ্গীকারনামা দিয়ে সদস্যপদ ফিরে পেয়েছিল। আমরাও ভেবেছি সে ঠিক হয়ে যাবে। কিন্তু এবারের ঘটনা তো আন্তর্জাতিকভাবে ঘটিয়েছে। এবার আমরা সত্যি সত্যি কঠোর সিদ্ধান্তে যাচ্ছি। শুধু সদস্যপদ বাতিলই নয়, আরও কঠোর সিদ্ধান্ত নেবো আমরা। তবে তার আগে সত্যতা খতিয়ে দেখার জন্য কয়েকদিন সময় নিচ্ছি। মালয়েশিয়ান দূতাবাসে প্রকৃত ঘটনা জানার জন্য চিঠিও পাঠিয়েছি।’

সাংস্কৃতিক অনুষ্ঠানের সাইনবোর্ডে মানব পাচারের অভিযোগে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুনকে চলতি মাসে ২৪ তারিখ রাত ১২ টায় একটি হোটেল থেকে আটক করে মালয়েশিয়ান পুলিশ।

অনন্য মামুন বাংলাদেশে চলচ্চিত্র পরিচালক হিসেবে বেশ পরিচিত। অনন্ত জলিল প্রযোজিত ‘মোস্ট ওয়েলকাম’ ছবির মাধ্যমে অনন্য মামুন তার পরিচালনা অধ্যায় শুরু করেন।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর রাতে কুয়ালালামপুরের উজমা এমসি মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কালচারাল নাইট।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

পরিচালক সমিতিতে অনন্য মামুনের সদস্যপদ স্থগিত

প্রকাশিত : ০৮:০০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭

মানব পাচারের অভিযোগে বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক সমিতি অনন্য মামুনের সদস্যপদ আপাতত স্থগিত করেছে। সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তার বিরুদ্ধে আদম পাচারের যে অভিযোগ সেটার বিপরীতে এটা আমাদের প্রথম পদক্ষেপ। আমরা পুরো বিষয়টার সত্যতা জেনে শিগগিরই কঠোর সিদ্ধান্তে যাবো। অভিযোগের সত্যতা পেলে তার সদস্যপদ নিশ্চিত বাতিল করা হবে।’

গুলজারের কাছে পাল্টা প্রশ্ন ছিল আগেও তো প্রতারণার অভিযোগে তার সদস্যপদ বাতিল করা হয়েছিল। ফের তিনি সদস্য হলেন। এবারও কি তাই হচ্ছে?

জবাবে পরিচালকদের নির্বাচিত এই সভাপতি বলেন, ‘আসলে গেলবার বাতিল করার পর সে অনেক অঙ্গীকারনামা দিয়ে সদস্যপদ ফিরে পেয়েছিল। আমরাও ভেবেছি সে ঠিক হয়ে যাবে। কিন্তু এবারের ঘটনা তো আন্তর্জাতিকভাবে ঘটিয়েছে। এবার আমরা সত্যি সত্যি কঠোর সিদ্ধান্তে যাচ্ছি। শুধু সদস্যপদ বাতিলই নয়, আরও কঠোর সিদ্ধান্ত নেবো আমরা। তবে তার আগে সত্যতা খতিয়ে দেখার জন্য কয়েকদিন সময় নিচ্ছি। মালয়েশিয়ান দূতাবাসে প্রকৃত ঘটনা জানার জন্য চিঠিও পাঠিয়েছি।’

সাংস্কৃতিক অনুষ্ঠানের সাইনবোর্ডে মানব পাচারের অভিযোগে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুনকে চলতি মাসে ২৪ তারিখ রাত ১২ টায় একটি হোটেল থেকে আটক করে মালয়েশিয়ান পুলিশ।

অনন্য মামুন বাংলাদেশে চলচ্চিত্র পরিচালক হিসেবে বেশ পরিচিত। অনন্ত জলিল প্রযোজিত ‘মোস্ট ওয়েলকাম’ ছবির মাধ্যমে অনন্য মামুন তার পরিচালনা অধ্যায় শুরু করেন।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর রাতে কুয়ালালামপুরের উজমা এমসি মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কালচারাল নাইট।