বলিউড সুপারস্টার সালমান খানের প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান ফাউন্ডেশন’ এবার সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করা ‘ছোটি সি আশা’র পাশে দাঁড়িয়েছে। শিশুদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য তহবিল সংগ্রহ করছে ‘ছোটি সি আশা’। সালমান বরাবরই সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনে তাঁদের পাশে থাকেন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাহায্য করেন।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, সদ্য জন্ম নেওয়া শিশু থেকে শুরু করে বয়স্কদের মধ্যে প্রসারিত রোটারি সেবা-দিগন্তের কথা তুলে ধরে শিশুদের সার্বজনীন বিকাশের দিকে বিশেষ খেয়াল রাখবেন সালমান। এ সম্পর্কে সম্প্রতি তিনি বলেন, ‘শিশুদের ভবিষ্যৎ উন্নয়নের চেষ্টায় শরিক হতে পেরে এবং বিয়িং হিউম্যান ফাউন্ডেশন এতে অংশ নিতে পেরে আনন্দিত। বর্তমানে আমরা যা করতে পারি, তা আরো ভালো ভবিষ্যৎ নিশ্চিত করবে।’
২০১২ সালে ‘বিয়িং হিউম্যান’-এর অধীনে সালমান একটি পোশাক ব্র্যান্ড চালু করেন, যেটি ১৫টি দেশে রপ্তানি হয়। আর সালমান খান ফাউন্ডেশন ভারতে সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় কাজ করে। এই ফাউন্ডেশনটি উদ্বোধন করেন সালমান এবং এটির শুভেচ্ছাদূতও তিনি।
‘ছোটি সি আশা’ শিরোনামে তিন ঘণ্টাব্যাপী তহবিল সংগ্রহের অনুষ্ঠানটি আগামীকাল রোববার (২৮ জুন) টেলিভিশন চ্যানেল কালারস ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারতীয় সময় দুপুর ৩টায় সম্প্রচারিত হবে।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

























