করোনা আক্রন্ত হয়ে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এর ছোট ভাই মোঃ ফয়জুর রহমান (ফাখর) ২৮ জুন ভোর ৬:১০ মিনিটে অ্যাপোলো হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের ভাতিজা মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান মুঠোফোনে জানান, তিনি গত বৃহস্পতিবার থেকে করোনা উপসর্গে ভোগছিলেন। শনিবারে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
ফয়জুর রহমান ফাখর জীবদ্দশায় পূবালী ব্যাংকের প্রাক্তন পরিচালক,ন্যাাশনাল টি কোম্পানীর প্রাক্তন পরিচালক, ইউনিয়ন ক্যাপিটাল লি: এর পরিচালক, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ এর পরিচালকের দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুনাগ্রাহী রেখে গেছেন।
রবিবার বিকেলে বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপি। রবিবার বিকেলে এক প্রেস বার্তায় তাঁর মৃত্যুতে শোক জানানো হয়।
এছাড়া এম সাইফুর রহমান স্মৃতি পরিষদসহ জেলার বিভিন্ন সামাজিক ,রাজনৈতিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক ও সবেদনা জানান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















