চট্টগ্রামের রাউজানে করোনা ভাইরানে আক্রান্ত হয়ে অবসরপ্রাপ্ত এক পোষ্ট-মাষ্টারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। করোনা ভাইরাসে মৃত্যু হওয়া বাড়ি উপজেলার ৮নং কদলপুর ইউনিয়নের দক্ষিণ জয়নগর বড়ুয়া পাড়া গ্রামের সাবেক অবসরপ্রাপ্ত পোষ্ট মাষ্টার বাবু ধর্মপদ বড়ুয়া। এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো: নাছির উদ্দিন বলেন, তিনি বেশকিছু দিন অসুস্থ ছিলেন। গত (২৬-জুন) বৃহস্পতিবার রাউজান উপজেলা স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্টে করোনা ‘পজিটিভ’ পাওয়া গেলে তাঁকে ঘরে আলাদা কক্ষ রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে ১-জুলাই বিকালে তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে নেয়া হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ‘স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান’ রেখে গিয়েছেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















