আব্রাম। বলিউড বাদশাহ শাহরুখ এবং গৌরী খানের ছোট ছেলে সে। বয়স মাত্র চার। কিন্তু এই বয়সেই সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে থাকে সে।
এ বার তার সঙ্গে অন্য এক স্টার কিডের ছবি ওয়েব দুনিয়ায় ভাইরাল হল।
বম্বে টাইমসের খবর অনুযায়ী, আব্রামের সঙ্গে ওই স্টারকিড হল ভারতীয় গায়িকা ও অভিনেত্রী রাজেশ্বরীর মেয়ে সামায়া। এই দুই স্টারকিডের খেলার ছবি এখন ভাইরাল।
লন্ডনবাসী রাজেশ্বরী সম্প্রতি মেয়েকে নিয়ে মুম্বাইতে বাবা-মায়ের কাছে এসেছেন। তিনি গৌরীর দীর্ঘদিনের বন্ধু। নিমন্ত্রণ রক্ষা করতে মান্নাতে গিয়েছিলেন। সেখানেই এই দুই খুদের ‘প্লে-ডেট’-এর ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, খেলার পাশাপাশি এক সঙ্গে নেচেওছে সামায়া এবং আব্রাম। ফিরে যাওয়ার সময় সামায়ার নাকি বেশ মন খারাপ হয়। রাজেশ্বরী সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘আব্রামের মাত্র চার বছর বয়স। কিন্তু ওর কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছি। ভাষার ওপর খুব সুন্দর দখল তৈরি হয়েছে। আর এর কৃতিত্ব আমি গৌরীকেই দিতে চাই।’

























