করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর এক ওয়ার্কশপে কর্মরত সিনিয়র টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া বাড়ি রাঙামাটি জেলায় কাপ্তাই উপজেলার চিৎমরম এলাকার অংসুইউ মারমা। জানা গেছে, তিনি বেশকিছু দিন জ্বর, সর্দি ও কাশি নিয়ে ভূগছিলেন।
পরিস্থিতি খারাপ হলে শুক্রবার রাত ২টার দিকে তিনি উপজেলার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ‘তিনি চুয়েটে সিনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।’ তাঁর মৃত্যুর বিষয়টি মানিক নামে তাঁর এক সহকর্মী নিশ্চিত করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















