বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বাংলাদেশে তাড়ানোর হুমকি দিয়েছেন অাসামের বিজেপি সরকারের স্বাস্থ্য, শিক্ষা ও অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন ত্রিপুরায় খুন, ধর্ষণ, সহিংসতা, রাজনৈতিক হামলার ঘটনা এখনই বন্ধ না হলে রাজ্য বিধানসভার নির্বাচনের পরই মানিক সরকারকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার ত্রিপুরার ধনপুর বিধানসভা কেন্দ্রের অধীন কাঁঠালিয়ায় এক সভায় উপস্থিত থেকে বামফ্রন্ট শাসিত রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপি’র দায়িত্বপ্রাপ্ত নেতা হিমন্ত বিশ্ব। মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে বিজেপির কর্মী-সমর্থকদের উপর প্রতিহিংসার রাজনীতির অভিযোগ আনার পাশাপাশি দুর্বৃত্ত লাগিয়ে বিজেপি কর্মীদের হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ করেন অাসামের মন্ত্রী।
হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘আপনার (মানিক) স্বচ্ছ ভাবমূর্তি একেবারে পাংচার হয়ে যাবে। ২০১৮ সালের নির্বাচনই আপনাকে উত্তর দিয়ে দেবে, কিন্তু এখনই রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে। সিপিআইএম যদি একজন বিজেপি কর্মীকে হত্যা করে, তবে তার ফল কি হবে জানেন? আরও কয়েক লাখ বিজেপি কর্মী জেগে উঠবে। যদি একজন বিজেপি নারী কর্মীকে ধর্ষণ করা হয় তবে সব মা, বোনেরাই পথে এসে দাঁড়াবে। তাই শিগগিরি এইসব জিনিস বন্ধ করুন না হলে আমরা আপনাকে আপনার গদি থেকে টেনে নামাবো এবং বাংলাদেশে পাঠিয়ে দেবো-এটাই আমাদের অঙ্গীকার’।
























